সুরমা নদীর ভাঙ্গন প্রতিরোধে ৪ গ্রামের মানববন্ধন

43244সুরমা টাইমস ডেস্কঃ সুরমা নদীর ভয়াবহ ভাঙ্গনের কবল থেকে গ্রাম রক্ষার দাবিতে লামাকাজি পূর্বপাড়ের ৪ গ্রামের মানুষ মানববন্ধন করেছেন। শুক্রবার বাদ জুম্মা সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের লামাকাজির এম এ খান সেতুর পূর্ব পাড়ে আয়োজিত মানববন্ধনে আন্দোলনকারীরা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, তাদের দাবি মানা না হলে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক বন্ধসহ আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
মানববন্ধন চলাকালীন সমাবেশে যুবলীগ নেতা হাজী আছন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক। ব্যবসায়ী সিদ্দিকুর রহমান সায়েম ও মানবাধিকার কর্মী আব্দাল হোসেন নাহিদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বি আবদুল মুকিত রাজা, হাজী আবদুল মালিক হুশিয়ার, আবদুর রউফ, ফারুক মিয়া, আকরম আলী, রইছ আলী সাধু, মইন উদ্দিন, সিরাজ উদ্দিন, হাজী আবদুন নূর, ব্যবসায়ী মাহবুবুর রহমান শামীম, মাস্টার আখতার হোসেন, মহানগর যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আমির আহমদ মোস্তফা, সিদ্দিকুর রহমান সাদেক, শাহাব উদ্দিন, শামসুদ্দিন, ফখর উদ্দিন, শানুর মিয়া, ফখরুল ইসলাম সখই, নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, মইনুদ্দিন, মো. সাইদুর রহমান, মইনুল ইসলাম, তাজউদ্দিন, এমরান উদ্দিন, কবির উদ্দিন, আঙ্গুর আলম, শামীম আহমদ, এলাইছ মিয়া, খোকন আহমদ, জয়নাল আবেদিন, কামরান উদ্দিন অপু প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, চলতি বছরে নদীতে পানি কমার সাথে সাথে দু’ মাসের মাথায় এ পর্যন্ত ৩০টি পরিবারের ঘরবাড়ি নদী গর্ভে বিলিন হয়ে গেছে। এতে দারিদ্র পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে। যার কারণে এসব পরিবার বঞ্চিত হচ্ছেন বসবাসের নাগরিক অধিকার থেকে। বিগত তিন যুগ ধরে সুরমা নদীর ভাঙ্গণ কবলিত এসব এলাকা রক্ষায় কার্যত কোনো উদ্যোগ না নেয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।

মানববন্ধনে ‘নদীর ভয়ঙ্করী ভাঙন, ভেঙে নিল উঠোন প্রাঙ্গণ’, ‘ভাঙছে নদী যাচ্ছে ধন, প্রতিবাদী হও মানুষজন’
‘নদী ভাঙন রুখতে সবাই, সরকারের কাছে দাবি জানাই’, ‘আর কোনো দাবি নাই, নদী ভাঙন প্রতিরোধ চাই’ এমন স্লোগানের প্লেকার্ড নিয়ে হাজারো মানুষ অংশ নেন। সিলেট সদর উপজেলার মোগলগাও ইউনিয়নের লালারগাও ও তালুকপাড়া গ্রামের পশ্চিম দিক সুরমা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে। ভয়াবহ এ ভাঙ্গন প্রতিরোধে এর আগেও এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।