‘শ্রীমঙ্গল ব্যান্ড এসোসিয়েশন’ ব্যান্ড ফ্যাস্ট ভলিয়ম-৭ অনুষ্ঠিত

12390960_868939873204098_8195381331152306329_nজীবন পাল, শ্রীমঙ্গল থেকে: জাঁকজমকপূর্ণ, মন মাতানো গান আর দর্শকভর্তি পরিপূর্ণ অডিটরিয়াম এই দুইয়ের সংমিশ্রনে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল শ্রীমঙ্গল ব্যান্ড এসোসিয়েশনের ব্যান্ড ফ্যাষ্ট ভলিয়ম-৭। শুক্রবার সন্ধ্যায় শ্রীমঙ্গলস্থ্য নতুন ডাকবাংলো অডিটরিয়ামে এই ব্যান্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল ব্যান্ড এসোসিয়েশন (এসবিএ)- এর উদ্যোগে এই ব্যান্ড অনুষ্ঠানে শ্রীমঙ্গল ব্যান্ড এসোসিয়েশনের রেজিস্ট্রেশনকৃত নতুন ৪টি ব্যান্ড অংশগ্রহন করে। ব্যান্ডগুলো যথাক্রমে- প্রাচীন, বিস্ময়, সেইকেলস, প্রহর ব্যান্ড। উল্লেখ্যযোগ্য, ২০১২ সালের ১৪ই ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবসে শ্রীমঙ্গল
বিজিবি সীমান্ত স্পন্দন প্রাঙ্গনে শ্রীমঙ্গলের স্বদেশ, অনুরণ, থ্রিল, হেইলস্ট্রম, মুখোশ, রক্তিম এই ৬ টি ব্যান্ড নিয়ে শ্রীমঙ্গল ব্যান্ড এসোসিয়েশন (এসবিএ)- এর শুভ সূচনা হয়। বর্তমানে শ্রীমঙ্গলে আলোচিত বাংলাদেশের একমাত্র ফিমেইল ব্যান্ড আঁচল ছাড়াও প্রায় ১২ টি ব্যান্ড আছে। যার মধ্যে শ্রীমঙ্গল ব্যান্ড এসোসিয়েশনের রেজিস্ট্রেশনকৃত ব্যান্ড সংখ্যা ৯ টি। ব্যান্ডগুলো যথাক্রমে- থ্রিল, অনুরন, শব্দ, প্রহর, প্রাচীন, সেইকেলস, বিস্ময়, আগ্রাসন ও স্বদেশ। যারা ব্যান্ড মিউজিক করে এবং অন্য কোন এসোসিয়েশনের সাথে জড়িত নয়, সাধারনত তারাই এই এসোসিয়েশনের সদস্য হতে পারে। এ ব্যাপারে শ্রীমঙ্গল ব্যান্ড এসোসিয়েশনের সভাপতি সুজয় রায় জানান, যারা
ব্যান্ড মিউজিক করে তাদের একটি প্ল্যাটফরম দরকার। আর নতুন ব্যান্ডের প্ল্যাটফরম হচ্ছে এই ব্যান্ড এসোসিয়েশন। শ্রীমঙ্গল ব্যান্ড এসোসিয়েশনের উপদেষ্টা সংগীতশিল্পী সুমিত পাল জানান, আমরা যদিও বলে থাকি যে আজকের সন্তান আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু তা বাস্তবায়ন করতে হলে সেই সন্তানকে সেই আঙ্গিকে গড়ে তুলতে হয়। যে দ্বায়িত্ব পালন করে থাকেন আমাদের অভিবাবকরা। তদ্রুপ, শ্রীমঙ্গলের ব্যান্ড জগতের অভিবাবক হচ্ছে শ্রীমঙ্গল ব্যান্ড এসোসিয়েশন (এসবিএ)। এই এসোসিয়েশন হচ্ছে নতুনদের আবাসন, নতুনদের ভবিষ্যৎ। তিনি আরও জানান, হারানো দিনের গানগুলো রক্ষার্থে শ্রীমঙ্গল ব্যান্ড এসোসিয়েশন নতুনদের মাধ্যমে নতুন আঙ্গিকে শ্রীমঙ্গলের সকল শ্রেনীর মানুষকে আবারও সেই হারানো দিনগুলোকে স্মরন করিয়ে দিতে চাই। সেই লক্ষেই গত ৪ বছর ধরে প্রতি ৬ মাস পর পর শ্রীমঙ্গলের মানুষের ব্যান্ড সংগীতের তৃষ্ণা মিটিয়ে আসছে শ্রীমঙ্গল ব্যান্ড এসোসিয়েশন (এসবিএ)।