ছাতকে দূর্বৃত্তের দেয়া আগুনে খড়ের ঘর ভষ্মিভূত : থানায় অভিযোগ দায়ের

2(1)মিজানুর রহমান ফজলু, ছাতক প্রতিনিধি: ছাতকে রাতের আধারে দূর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে গেছে এক কৃষকের খড়ের ঘরসহ প্রায় অর্ধ শতাধিক বিভিন্ন গাছ-পালা। দূর্বৃত্তের দেয়া আগুন থেকে অল্পের জন্য বসতঘরটি রক্ষা পেয়েছে । ফলে লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে এ কৃষকের। ঘটনাটি বুধবার রাতে উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের ব্রাক্ষনগাঁও প্রকাশিত তকিপুর গ্রামের মৃত আবদুল মজিদের পুত্র কৃষক সিরাজুল ইসলামের খড়ের ঘরে ঘটেছে। এ ব্যাপারে মঙলবার সিরাজুল ইসল্মা ছাতক থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, রাতের খাবার খেয়ে তারা বসতঘরে ঘুমিয়ে ছিলেন। রাত প্রায় ১১টার দিকে বসতঘরের পূর্ব পার্শ্বের টিন সেটের খড়ের ঘরে হঠাৎ অগ্নিকান্ড’র শব্দ শুনতে পান তারা। এসময় তাদের চিৎকারে আশ-পাশের লোকজন জড়ো হয়ে আগুন নেভাবে সক্ষম হওয়ার আগে টিনসেটের ঘরটি ভষ্মিভূত হয়ে ঘরের আশ-পাশে প্রায় অর্ধ শতাধিক ছোট-বড় বিভিন্ন ধরণের গাছ-পালা পুড়ে যায়। এতে অল্পের জন্য বাড়ির একাধিক ঘর রক্ষা হয়। এব্যপারে অভিযোগের তদন্তকারি কর্মকর্তা এ এস আই মতলব বলেন, তিনি বিষয়টি তদন্ত করবেন।