ছাতকে আট সপ্তাহ ষাঁড়-মোরগ লড়াই বন্ধ

bull hitting Muazzinসুরমা টাইমস ডেস্কঃ সারাদেশে ষাঁড়, ছাগল ও মোরগের মতো প্রাণী দিয়ে লড়াইয়ের বিনোদন বন্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে এ আদেশ দেন। একইসঙ্গে সুনামগঞ্জের ছাতকে এ ধরনের কার্যক্রম পরিচালনার উপর আট সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তিন সপ্তাহের মধ্যে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহা পরিদর্শক, ঢাকা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। অভয়ারণ্য বাংলাদেশ অ্যানিমাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার নাদিয়া চৌধুরী আদালতে রিট আবেদনটি করেন। তিনি বলেন, এটি একটি নিষ্ঠুর প্রক্রিয়া। এ ধরনের খেলায় নিরীহ প্রাণীদের অংশ নিতে আমরা বাধ্য করতে পারি না। বিশ্বজুড়ে প্রাণী অধিকার নিয়ে মানুষ সচেতন হচ্ছে। এ ধরনের খেলা বিভিন্ন দেশে বন্ধ হয়ে গেছে।রুলে সাধারণভাবে সারা দেশে এবং সুনির্দিষ্টভাবে সুনামগঞ্জে ষাঁড়ের লড়াই, ছাগলের লড়াই, মোরগের লড়াই এবং কুকুর নিধন বন্ধে কেন নির্দেশনা দেয়া হবে না- তা জানতে চেয়েছে হাই কোর্ট। হাই কোর্টে আবেদনকারী নাদিয়া চৌধুরী নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সমরেন্দ্রনাথ বিশ্বাস।আদেশের পর নাদিয়া বলেন, নিষেধাজ্ঞাটি সারা দেশের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
এটি একটি নিষ্ঠুর প্রক্রিয়া। এ ধরনের খেলায় নিরীহ প্রাণীদের অংশ নিতে আমরা বাধ্য করতে পারি না। বিশ্বজুড়ে প্রাণী অধিকার নিয়ে মানুষ সচেতন হচ্ছে। এ ধরনের খেলা বিভিন্ন েেদশে বন্ধ হয়ে গেছে। আদালতের আদেশের মাধ্যমে বাংলাদেশেও বন্ধ হল।কুকুর নিধন বন্ধের আবেদনের বিষয়ে তিনি বলেন, জলাতঙ্ক নিয়ন্ত্রণে কুকুরের সংখ্যা কমানো কার্যকর কোনো পদ্ধতি না হলেও এ যুক্তিতেই নিষ্ঠুর এই কাজ করা হয়।