কুলাউড়ায় শ্বশুড়বাড়ীর নির্যাতন সইতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা-মেয়ের আত্মহত্যা

Kulawrarellডেস্ক রিপোর্টঃ কুলাউড়ায় শ্বশুড়বাড়ীর নির্যাতন সইতে না পেরে ক্ষোভে ২ বছরের মেয়েকে নিয়ে সোমবার ভোরে উপবন এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ আত্মহত্যা করেছেন মা জাহানার বেগম (২৮)।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, শ্বশুড়বাড়ীর অমানুষিক নির্যাতন সইতে না পেরে ক্ষোভে সোমবার ভোরে কুলাউড়া উপজেলার কটারকোনা গ্রামের বাসিন্দা মছদ্দর আলীর স্ত্রী জাহানারা বেগম ২ বছরের মেয়ে ইমাকে নিয়ে মনু রেল স্টেশনে পাশে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। পরে সকালে পথচারীরা রেল লাইনের মধ্যে জাহানারার লাশ ও ইমাকে আহত অবস্থায় ইমাকে উদ্ধার করে। পরে ইমাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহত জাহানার বেগমের ভাই আশিক মিয়া অভিযোগ করে বলেন, আমার বোনকে (জাহানারাকে) তুচ্ছ বিষয় নিয়েই পারিবারের লোকজন দীর্ঘদিন থেকে অমানুষিকভাবে নির্যাতন করত। এমকি গতকাল রোববার রাতেও পারিবারিক কলহের ঝের ধরে স্বামী-শ্বাশুড়ীসহ শ্বশুর বাড়ীর লোকজন অমানুষিকভাবে নির্যাতন করেছে। এক্ষোভে মেয়েকে নিয়ে আমার বোন ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে আমাদের ধারনা।

স্থানীয় হাজিপুর ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত কওে জানান, সোমবার ভোরে মনু রেলস্টেশনের পাশে ট্রেনের নীচে ঝাপ দিয়ে ওই মহিলা তিন বছরের বাচ্চা নিয়ে আত্বহত্যা করেছে। কোন কারনে মারা গেছে জানতে পারিনি।