১৪ বছরের ছাত্র’র সঙ্গে দৈহিক সম্পর্কে ফেঁসে গেলেন স্কুলশিক্ষিকা
সুরমা টাইমস ডেস্কঃ ১৪ বছর বয়সী ছাত্র’র সঙ্গে যৌনকর্ম করতে গিয়ে ধরা খেলেন ৩০ বছর বয়সী শিক্ষিকা। ঘটনাটি ঘটিয়েছে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার এক স্কুলশিক্ষিকা। নর্থওয়েস্ট ফিলাডেলফিয়ার একটি এলিমেনটারি স্কুলে বিশেষ শিক্ষার ক্লাস নিতেন ওই স্কুলশিক্ষিকা। গতকাল বুধবার সকালে পুলিশ তাকে আটক করেছে। ওই শিক্ষিকার নাম স্টেফানি আমাটো। তার বিরুদ্ধে যৌনতা সংক্রান্ত আরো অভিযোগ করা হচ্ছে। ঘটনাটি নিয়ে শিক্ষার্থীদের অভিভাবকরা উদ্বিগ্ন। সত্যিই যদি তিনি অপরাধ করে থাকেন তবে তার শাস্তিও দাবি করেছেন তারা। ওই ছাত্র’র মা লরি হান্ট বলেন, স্কুলশিক্ষিকা আমার ছেলেকে খুবই ভালোবাসেন এবং শিক্ষার বিষয়ে বেশ যত্ন নেন। তিনি খুবই ভালো শিক্ষক। কিন্তু তিনি যে এ কাজ করতে পারেন তা বিশ্বাসযোগ্য নয়। এদিকে এ বছরের শুরুতেও ওই শিক্ষিকার বিরুদ্ধে এক ছাত্র’র সঙ্গে যৌনতার অভিযোগ উঠেছিল। ওই ছাত্রের সঙ্গে তিনি গাড়ি ও বাসায় যৌনকর্ম করতেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ এরই মধ্যে তাকে সাময়িক বরখাস্ত করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে।