খুলে দেয়া হলো টুইটার স্কাইপি ইমো ভাইবার

whatsapp-viber-skype-twitter14-12-2015ডেস্ক রিপোর্টঃ খুলে দেয়া হয়েছে টুইটার, স্কাইপি, ইমো ও ভাইবার। বন্ধ থাকা সব সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সন্ধ্যায় গণভবনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকটি এখনো চলছে। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে গণভবন থেকে একটি সূত্র তথ্যটি সাংবাদিকদের নিশ্চিত করে। সূত্রটি জানায়, সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ভিত্তিতে বন্ধ থাকা ভাইবার, টুইটার, ইমো, ট্যাঙ্গোসহ সব যোগাযোগ মাধ্যম ও অ্যাপস খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।