কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইউনিয়নের ভাদারদেউল গ্রামে দুলাভাই কর্তৃক শালিকাকে ধর্ষন করার ঘটনায় ঘটেছে। পুলিশ ধর্ষক দুলা ভাইকে আটক করেছে।
জানা যায়, দক্ষিন ভাদারদেউল গ্রামের লেবু মিয়ার ছেলে মোহন মিয়া একই ইউনিয়নের ভাদারদেউল গ্রামে বিয়ে করেন। ১১ ডিসেম্বর তার শালিকা ( মোহনের শশুড় বাড়ীতে) তার মায়ের সাথে রাগ করে দুলাভাইর বাড়ীতে আসে। দুলাভাই মোহন ও তার স্ত্রী শালিকাকে বুঝিয়ে ঐ দিন রাতেই প্রায় সাড়ে ৮টায় শশুর বাড়ী ফেরৎ নিয়ে যায়।
শশুড়বাড়ীতে নিয়ে যাওয়ার পথে দুলাভাই মোহন শালিকাকে ধর্ষণ করে। এ ঘটনা রাতেই এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশ মোহন কে শমসেরনগর বাজার থেকে আটক করে।