‘স্টুডেন্ট ভয়েস, জালালাবাদ কলেজ’ কাবের উদ্বোধন

বিশ্বকে জানতে শিক্ষার্থীদের প্রযুক্তিতে সুদক্ষ হিসেবে গড়ে তোলতে হবে

Jalalabad College Picতথ্য-প্রযুক্তির সাথে ছাত্র-ছাত্রীদের সম্পৃক্তকরণের মাধ্যমে সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে ‘গেট দ্য ইনফরমেশন, নো দ্য ওয়ার্ল্ড’ শ্লোগান নিয়ে ‘স্টুডেন্ট ভয়েস, জালালাবাদ কলেজ’ নামে একটি কাব প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠা পরবর্তী কাবের উদ্বোধন উপলক্ষে গতকাল শনিবার দুপুরে নগরীর সোবহানীঘাটস্থ কলেজ ক্যাম্পাসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ ও জাতি গঠনে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের আত্মগঠনে মনোনিবেশ করতে হবে। যোগ্য ও দক্ষতার সমন্বয়ে শিক্ষার্থীদের সর্বক্ষেত্রে অবদান রাখতে হবে। বিশেষ করে বিশ্বকে জানার জন্য নিজেকে প্রযুক্তির মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তোলতে হবে। বর্তমান সময়ে এবং বিশ্বায়নের এই যুগে প্রতিযোগীতায় টিকে থাকতে হলে আমাদের দেশের তরুণ সমাজকে তথ্য-প্রযুক্তি ভিত্তিক শিক্ষায় শিক্ষিত করা প্রয়োজন। তথ্যের অপব্যবহার নয়, সঠিক ব্যবহারই একটি সুখী-সুন্দর জাতি গঠনে সক্ষম হবে।
জালালাবাদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল বাকী চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিরি বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক। প্রভাষক মোর্শেদা আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলেজের কো-অর্ডিনেটর মুহাম্মদ আব্দুশ শাকুর, ইংরেজী প্রভাষক মো. ঈমান আলী, রসায়নের মো. আবু সাঈদ, জীব বিজ্ঞানের তাহিয়া সিদ্দিকা, ইসলাম শিক্ষার সায়েম আহমদ চৌধুরী, ব্যবসায় শিক্ষার মো. আবু রায়হান, বাংলা প্রভাষক মো. ফখরুল হোসাইন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক ফাহিমা সুলতানা চৌধুরী, তাহমিনা পারভিন, সালমা, নাহিদা বেগম, ফেরদৌস খানম, আনজুমানারা আক্তার, আব্দুল লতিফ, শামীমা ইয়াছমীন, আনিসুর রহমান, জান্নাতুল ফেরদৌস তৃষ্ণা প্রমুখ।