সিলেট আন্দোলনে মাঠে নেই বিএনপির পদধারী নেতারা

bnp 20-01-2015_3সুরমা টাইমস ডেস্কঃ এক বছরের মাথায় সরকার বিরোধী দুটি আন্দোলনেই মাঠে অনুপস্থিত সিলেট বিএনপির পদবীধারী অনেক নেতা। আন্দোলনের পাশাপাশি পাড়া-মহল্লাহও তাদের বিচরণ নেই। ব্যবসায়িক কিংবা পারিবারিক প্রয়োজনে কালে ভাদ্রে পাড়া-মহল্লাহ যান আবার উধাও হয়ে যান তারা। তবে সিলেট আন্দোলনের মাঠ গরম করে রাখছেন সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কয়েক জন নেতাকর্মীরা।তাদের পাশাপাশি বিএনপির মধ্যে যারা পদধারী মাঠে রয়েছেন তারা হলেন মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক মিফতা সিদ্দীকি,এডভোকেট হাবিবুর রহমান হাবিব,মাহবুব চৌধুরী, মহানগর বিএনপি নেতা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সদস্য সচিব রুহুল কুদ্দস চৌধুরী হামজা। জেলা বিএনপি যুগ্ন আহবায়ক ও জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক sylhet bnp leadersএডভোকেট শামসুজ্জামান জামান, জেলা বিএনপি যুগ্ন আহবায়ক জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান ।
এদিকে ৫ ই জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে জেলা ও মহানগর বিএনপির পদবীধারী কয়েক জন নেতাকে তাদের অনুসারীদেরকে নিয়ে রাজপথে দেখা গেলে পরবর্তিতে আর দেখা যায়নি। তবে মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ৫ ই জানুয়ারীর আগে ২০ দলীয় জোটের ডাকা হরতাল পালন করতে গিয়ে রাজপথ থেকে গ্রেফ্তার হন। অপরদিকে ২০ দলীয় জোটের ডাকা অবরোধ চলানকালীন সময় মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম শেখঘাট একটি বাসা থেকে আটক হন। মুলত তারা আটক হওয়ার পর জেলা ও মহানগর বিএনপির পদবীদারী নেতারা আতœগোপনে চলে যান।তাদের কে আর স্থানীয় ও কেন্দ্রীয় কোন কর্মসূচিতে আর দেখা যায়নি । এমনকি যারা মাঠে আন্দোলন করতেছেন তাদেরকে কোন ধরনে সহযোগিতা না করে উল্টো তারা মাঠে নামতেছেন কেনও ? এর জন্য শাশান বলে নাম প্রকাশে অনুচ্ছিক এক বিএনপি নেতা অভিযোগ করেন । এ ব্যাপারে মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক ও আন্দোলনকারী নেতা মিফতা সিদ্দকীর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, কে মাঠে আছেন বা নেই সেটা আমরা দেখতেছি না। আমরা আমাদের কাজ করতেছি। তবে খুব শিঘ্রহী সবাই মাঠে নামবেন বলে তিনি আশা করেন। তাছাড়া যারা আতœগোপনে রয়েছেন তারা কোন কৌশল গত কারণে আতœগোপনে রয়েছেন না এমনেতেই রয়েছেন সে ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি এসব বিষয় মন্তব্য করতে রাজি নয়।এদিকে জেলা বিএনপির আহবায়ক এডভোকেট নুরুল হকের সাথে ফোনে ফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও জেলা যুবদলের সভাপতি আন্দোলকারী নেতা আব্দুল মান্নানের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনের নেট ওয়ার্কের সমস্যার কারণে কথা বলতে পারেননি।