ড. আহমদ আল কবির শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

S-Picসীমান্তিকের ড. আহমদ আল কবির শিক্ষা বৃত্তি পরীক্ষা-২০১৫ গতকাল সকাল সাড়ে ১০টায় নগরীর সঞ্চয়িতা ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়। শিক্ষা বৃত্তির প্রথম দিবসে সঞ্চয়িতা সেন্টার পরিদর্শন করেন সীমান্তিকের চেয়ারপার্সন মাজেদ আহমদ। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, সীমান্তিকের পরিচালক পারভেজ আলম, সীমান্তিক ম্যাটস্ এর ভাইস প্রিন্সিপাল ডা. আরফান আহমদ শিপলু, এডমিন এন্ড ফাইনেন্স ম্যানেজার মো. আলা উদ্দিন, মিডিয়া অফিসার মুরাদ বকস, এডমিন অফিসার রাবীব মুহতাদী চৌধুরী প্রমুখ।

উল্লেখ, দেশে উচ্চ শিক্ষিত ও পেশাগত দক্ষ অর্জনের লক্ষ্যে সীমান্তিক পরিচালিত প্রথম বারের মতো ড. আহমদ আল কবির শিক্ষা বৃত্তি চালু করে। বাণিজ্যিক শিক্ষাকে উপেক্ষা করে সীমান্তিক মেধা ও গরীব শিক্ষার্থীদের ফি সম্পূর্ণ/ আংশিক এই বৃত্তি প্রদান করছে। এতে সিলেট জেলার সকল উপজেলার শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। প্রতিযোগিতামূলক লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাইকৃত প্রার্থীরা এই শিক্ষা বৃত্তির জন্য মনোনিত হয়ে থাকেন। বিজ্ঞপ্তি