সিলেটে হিন্দু মহাজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দূর্গা প্রতিমা ভাংচূর কারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

New Image copyদূর্গা পূজার প্রাক্কালে দেশের বিভিন্ন স্থানে দূর্গা প্রতিমা ভাংচূরের প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও যুব মহাজোট সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে গতকাল ১৬ অক্টোবর শুক্রবার বিকাল ৩টায় বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখানে জাতীয় হিন্দু মহাজোট সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, সিলেট জেলা শাখার সভাপতি সুমন রঞ্জন দাশ, জাতীয় হিন্দু ছাত্র মহাজোট সিলেট জেলা শাখার আহবায়ক বিপ্র দাস বিশু বিক্রম, জেলা হিন্দু যুব মহাজোট নেতা রুবেল দাস, টিটু রায়, হিন্দু ছাত্র মহাজোট নেতা স্বপন চন্দ, কৃষ্ণধন দাস, জয়ন্ত কুমার দাস, গৌতম চন্দ, শাওন দেব, রাকেশ দাস, পিংকু দাস, শান্তনু তালুকদার ও অভি প্রমুখ।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, দূর্গা পূজা মানে দূর্গা প্রতিমা ভাংচূরের দৃশ্য দেখতে চায় না অসাম্প্রদায়ীক চেতনায় বিশ্বাসী বাঙালী জাতি। দূর্গা পূজা উপলক্ষে প্রতিমা ভাংচূরের ঘটানায় জড়িত দূবৃত্তদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।