খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে দুদকের কৈফিয়ত

Khaleda Ziaসুরমা টাইমস রিপোর্টঃ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত না হয়ে এবং আইন মেনেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়ছে। কিন্তু কিছু মিডিয়া ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায় বিভ্রান্তি তৈরি হয়েছে। সেই বিভ্রান্তি দূর করার জন্য দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। রবিববার বিকাল ৪টায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এ কথা বলেছেন।
তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ৩৩ দিন ধার্য করেছিল আদালত। কিন্তু এই মামলার আসামিরা বিভিন্ন অজুহাত দেখিয়ে আদালতে উপস্থিত হননি। তাই সর্বশেষ ১৯ মার্চ বিজ্ঞ আদালত অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন। কিন্তু কিছু মিডিয়া ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায় জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। সেই বিভ্রান্তি দূর করার জন্য আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘চার্জ গঠনের সময় খালেদা জিয়ার সামনেই তাঁর আইনজীবীরা হট্টগোল করেছে। একবারের জন্যও তিনি (খালেদা) তাদেরকে শান্ত থাকার অনুরোধ করেননি।’
খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাজল বলেন, ‘খালেদাসহ এই মামলার আসামিরা আগাম জামিনে রয়েছেন। সুতরাং চাইলেই তাদের গ্রেপ্তার করা সম্ভব নয়, আগে জামিন বাতিলের আবেদন করতে হবে।’
জামিন বাতিলের জন্য আবেদন করবেন কি না এই প্রশ্নে কাজল জানান, ‘এই মুর্হূতে আমরা মূল মামলার দিকেই মনোযোগ দিচ্ছি। এখনই জামিল বাতিলের আবেদন করা হবে না।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দুদকের আইন ও প্রসিকিউটরের মহাপরিচালক কামরুল হোসেন মোল্লা, জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্যসহ দুদকের বেশ কয়েকজন আইনজীবী।