নন্দিতর জন্য একাকিত্ব : বিমল কর

(বেগম রাবেয়া খাতুন চৌধুরীকে নিবেদিত)

অনুভূতিটা বুঝাতে আজ
সময় ক্ষেপন হয়
ভাবনা জাগায়
হারানো সঙ্গপন।

আবেগ নিয়ন্ত্রণ হারায়-
চুপচাপ চোখের কোনায় জল।

ব্যবস্থতার মুখ নিথর হয়
বোবা মন মুখ খোলেনা।

এড়িয়ে যায় নিজের মত করে
ঝুলে থাকা পঞ্জিকার দিন
ক্রনিকের মোকাবেলায়
ফুলপরীটি রূপবতী হয়

আজ আমার দোষ
নন্দিতর জন্য একাকিত্ব থাকি বলে।