জামায়াতের সেক্রেটারি হচ্ছেন শফিকুর রহমান!
ডেস্ক রিপোর্টঃ কে হচ্ছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল? আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদ- কার্যকরের পর জামায়াতের অভ্যন্তরে বিষয়টি আলোচিত হচ্ছে। গত কয়েকবছর থেকেই ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল দিয়ে চলছে জামায়াত। ডা. শফিকুর রহমান এখন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন। এরআগে এটিএম আজহারুল ইসলাম এবং মাওলানা রফিকুল ইসলাম খানও ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন।
যদিও কারাবন্দি থাকা অবস্থাতেও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরামর্শ জামায়াতের নীতি-নির্ধারকরা সর্বোচ্চ গুরুত্ব দিতেন। এখন পরিবর্তিত অবস্থায় ডা. শফিকুর রহমান না অন্য কেউ জামায়াতের সেক্রেটারি জেনারেল হন সেদিকে নজর রাখছেন জামায়াতের কর্মী সমর্থকরা। ডা. শফিকুর রহমানেরই সেক্রেটারি জেনারেল হওয়ার সম্ভাবনা বেশি।
এছাড়া, মাওলানা রফিকুল ইসলাম খানের নামও আলোচনায় রয়েছে। জামায়াতের তরুণ প্রজন্মের মধ্যে তার জনপ্রিয়তা রয়েছে। তবে একটি সূত্রে জানা গেছে, সেক্রেটারি জেনারেল নিয়োগ করার ক্ষেত্রে জামায়াত আরও দুই-তিন মাস অপেক্ষা করবে।