বিস্ফোরণে রুশ নারী এমপি ও তার স্বামী নিহত,অর্ধনগ্ন লাশ উদ্ধার

591ডেস্ক রিপোর্টঃ রাশিয়ায় একটি বিস্ফোরণে দেশটির এক নারী সংসদ সদস্য ও তার স্বামী নিহত হয়েছেন। ওকসানা বোব্রোভস্কায়ার নামের ঐ সংসদ সদস্যের গাড়ি থেকে তার ও তার স্বামী নিকিতার অর্ধনগ্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ডেইলি মেইলের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ওকসানা তার টয়োটো আরএভি৪ গাড়িতে তার স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার সময় গাড়িটিতে বিস্ফোরণ হয়। পুলিশের ধারণা, প্রতিহিংসা থেকে তার স্বামী নিকিতা এই বিস্ফোরণ ঘটিয়েছে।
৩০ বছর বয়সী ওকসানা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির সংসদ সদস্য ছিলেন। সাইবেরিয়ার বড় শহর নোভোসিভিরস্কে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের সূত্র জানিয়েছে, বিস্ফোরণের আগে ঐ দম্পতিদের মধ্যে ঝগড়া হয়েছিল। ওকসানার স্বামী তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছিলেন। ওকসানার স্বামী নিকিতা রুশ সেনার একজন সাবেক স্পেশাল অফিসার। তাদের একটি কন্যা সন্তান রয়েছে।