সিকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে ৯ম প্রতিষ্ঠাবার্ষিকি পালিত
আনন্দ উল্লাস ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ ২রা নভেম্বর ২০১৫ দিনব্যাপী দুই পর্বের অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করেন সিকৃবির সকল শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রজন্ম চত্বরে কেক কেটে ও বেলুন উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার শুভ সূচনা হয়। উদ্বোধন ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ গোলাম শাহী আলম ৷ উদ্বোধনের সাথে সাথেই রঙবেরঙ-এর বেলুন উড়ানো হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সামনে থেকে শুরু হয়ে পুরা ক্যাম্পাস চত্বর ঘুরে প্রজন্ম চত্বরের সামনে এসে শেষ হয়। উক্ত র্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ গোলাম শাহী আলম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোঃ মতিয়ার রহমান হাওয়াদার ও প্রক্টর অধ্যাপক ড. মোঃ আব্দুল বাসেত সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল লক্ষনীয়।