জগন্নাথপুরে যুবদল নেতার হামলায় যুবলীগের কর্মী গুরুতর আহত

Kona Miahসুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার খাসিলা গ্রামের এখলাছ মিয়ার পুত্র স্থানীয় যুবলীগ কর্মী কনা মিয়া ৪০ গুরুতর আহত হয়েছেন বলে যানা যায়। স্থায়ীয় সূত্রে জানা যায়, রবিবার রাত ১১টা দিকে কনা মিয়া কাজ শেষে বাড়ি ফেরার পথে পূর্বে সূতার জের ধরে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি শিপন মিয়ার নেতৃত্বে এক দল সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে হাতের আঙ্গুল, পা, ও শরীরের বিভিন্ন স্থানে যখম করে। এসময় তার আর্ত চিৎকার শুনে স্থানীয় লোক জন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোক জনের সহযোগিতায় প্রথমে তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত কনা মিয়াকে সুনামগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করেন, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিনি বর্তমানে ওসমানী মেডিকেল এন্ড কলেজ হাসপাতালের ৩য় তলার ৯নং ওয়ার্ডের ৮নং বেডে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার মামলার প্রস্তুতি চলছে বলে জানান কলকলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুহিন আহমদ দুদু। এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।