কমলগঞ্জের মেধাবী ছাত্র তারেক কেবলই অর্থের অভাবে ঢাবিতে ভর্তি হতে পারবে না?

tarekকমলগঞ্জ প্রতিনিধি: দারিদ্রতার চরম কষাঘাতে জর্জরিত তারেক এখন এক আদর্শ ছাত্র। তার অদম্য ইচ্ছা আর দৃঢ় মনোবলের নিকট হার মেনেছে দারিদ্রতা। বাড়ী মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগরবস্তী গ্রামে। শত প্রতিকুলতা তাকে দমাতে পারেনি। দিনমজুর বাবার ছেলে তারেক অষ্টম শ্রেনীতে বৃত্তি, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন করে। টিউশনি আর নিজে অন্যের বাড়িতে দিমমজুরের কাজ করে যুগিয়েছে লেখাপড়ার টাকা। এখন সে সুযোগ পেয়েছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির। ২০১৫ সালে এইচ এসসি উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ৩১ হাজার শিক্ষার্থীর সাথে প্রতিদ্বন্দিতা করে তারেক ১৫৩ নম্বর হয়েছে। অভাব অনটনের সংসারে তারেকদের নিয়মিত আহারের যোগান করাই কঠিন ব্যাপার। এর মাঝে সে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে এই চিন্তায় এখন বিভোর ? মেধা তালিকায় ১৫৩ নম্বরে স্থান পাওয়া তারেকের স্বপ্ন কি সত্যি হবে ? সে কি পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে লেখাপড়া অব্যাহত রাখতে ? ভবিষ্যতে বড় সরকারী কর্মকর্তা হয়ে দেশের সেবায় তারেক নিজেকে নিয়োজিত রাখতে চায়। জীবনের এই পর্যায় এসে তারেক যেন ঝরে না পড়ে সেজন্য দেশের সকল বিবেকমান বিত্তবান, শিক্ষাদরদীর সুদৃষ্টি কামনা করেন তারেক।