গাছ মানুষ ও পরিবেশ’র প্রকৃত বন্ধু : শফিকুর রহমান চৌধুরী

photo1বিশ্বনাথ প্রতিনিধি: সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেছেন, গাছের ছেড়ে দেওয়া অক্সিজেন গ্রহণ করে মানুষ বেঁেচ থাকেন। আর পরিবেশ থেকে কার্বন-ড্রাই-অক্সাইড গ্রহন করে গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। গাছ থেকে প্রাপ্ত ফল মানুষের জীবন ধারণের অন্যতম গুরুত্বপূর্ন উৎস। সর্বপুরি গাছ মানুষ ও পরিবেশ’র প্রকৃত বন্ধু। তাই আমাদের সবাইকে বৃক্ষরোপনে এগিয়ে আসতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার বিশ্বনাথে উপজেলার বাইশঘর গ্রামস্থ নিজ বাড়িতে অনুষ্ঠিত ‘দোয়া ও মিলাদ মাহফিল’ শেষে ‘মরহুম আবদুল মুতলিব সরকারি প্রাথমিক বিদ্যালয়’ প্রাঙ্গনে ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপনকালে এসব কথাগুলো বলেন।
দোয়া ও মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল মুক্তাদির। এরপর শাহ চাঁন্দ শাহ কালু মাদ্রাসায়ও বিনামূল্যে বৃক্ষ প্রদান করেন তিনি। এসময় প্রায় ২ শতাধিক বৃক্ষরোপন ও বিতরণ করা হয়। এসব অনুষ্ঠানগুলোতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজম্মিল আলী, সহ-সভাপতি সমছু মিয়া, সাধারণ সম্পাদক বাবুল আখতার, কৃষি সম্পাদক আবদুল মান্নান, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি তজম্মুল আলী, আওয়ামী লীগ নেতা আবদুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।