সেবার মানসিকতা নিয়ে কাজ করলে মানুষের দোয়া ও ভালোবাসা পাওয়া যায় : জেলা প্রশাসক

ADC Nurul and DCসুরমা টাইমস রিপোর্টঃ সিলেটের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম বলেছেন, জনসেবার মানসিকতা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। জনসাধারন যেকোন সমস্যা নিয়ে প্রশাসনের কাছে আসলে আমরা সেবার মানসিকতা দিয়ে তা সমাধান করে দিতে হবে। সিলেট জেলার বিদায়ী ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা নিকাশ চন্দ্র রায় তার চাকুরী জীবনে মানুষের কল্যাণে কাজ করে গেছেন। সেবার মানসিকতা নিয়ে কাজ করলে মানুষের দোয়া ও ভালোবাসা পাওয়া যায়। গত ২৬জুন বৃহস্পতিবার সন্ধায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেট জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা নিকাশ চন্দ্র রায় এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অতিরিক্ত জেলা প্রশাসাক সার্বিক এ.জেড.এম নুরুল হকের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফুল হকের পরিচালনায় বিদায় সংবর্ধনা অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ ও সহকারী কমিশনারগণ এবং বিভিন্ন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাবৃন্দ। অনুষ্টনের শেষ পর্বে বিদায়ী অতিথিকে ক্রেষ্ট ও বিভিন্ন উপহার প্রধান করেন, অনুষ্টানের প্রধান অতিথি সিলেট জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।