‘তাজিয়া মিছিলে হামলা ও পুলিশ হত্যা একইসূত্রে গাঁথা’

ASI ibrahimসুরমা টাইমস ডেস্কঃ রাজধানীর গাবতলীতে তল্লাশির সময় ছুরিকাঘাতে দারুস সালাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লা নিহতের ঘটনায় আটকদের দেয়া বোমার বিবরণের সঙ্গে তাজিয়া মিছিলে বিস্ফোরিত বোমার মিল পাওয়া গেছে।
শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পুরান ঢাকার হোসনি দালানের তাজিয়া মিছিলে বোমা হামলায় আহতদের দেখতে গিয়ে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো বলেন, ‘এ ঘটনা পরিকল্পিত। যারা দেশের উন্নয়ন চায়না, স্বাধীনতা বিরোধী শক্তি তারাই এ ঘটনা ঘটিয়েছে। তবে এটা কোনো জঙ্গি গোষ্ঠির কাজ নয়।’
এরপর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও সঙ্গে ছিলেন।
প্রসঙ্গত, শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে ঐতিহ্যবাহী হোসনি দালানের পাশে আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় একজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।