দাপুটে জয়েই সেমিফাইনালে বাংলাদেশ

Bangladesh(Green)  Vs   Srilanka(Yellow)  iসুরমা টাইমস ডেস্কঃ মালয়েশিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে হার। ফলে তা নিয়ে সমালোচনা কম হয়নি। তবে দ্বিতীয় ম্যাচেই স্বরুপে বাংলাদেশ। সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপুটে ফুটবলই উপহার দিয়েছে এমিলি-জাহিদরা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় দিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে মামুনুল শিবির। আগামী ৬ ফেব্রুয়ারী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই বেশ আক্রমনাত্মক ছিল বাংলাদেশ। তবে প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়েছে অনেকক্ষণ। ৪১ মিনিটে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গ্যালারী উচ্ছাসে ভাসান স্ট্রাইকার ভিনসেন্ট। বাম কোনা থেকে সোহেলের ক্রস ডি বক্সের সামনে বুক দিয়ে ঠেকান এমিলি। তাতেই ফাঁকায় দাঁড়ানো হেমন্ত ভিনসেন্ট বল পেয়ে যান এবং দারুন এক গতিময় প্লেসিং শটে বল জড়িয়ে দেন শ্রীলংকার জালে। বাংলাদেশ এগিয়ে যায় ১-০ ব্যবধানে।
Bangladesh(Green)  Vs   Srilanka(Yellow)  fদ্বিতীয়ার্ধেও বেশ ভালো খেলেছে বাংলাদেশ। এমিলি-জাহিদরা মুহুমুর্হ আক্রমণ করেছে লংকান রক্ষণভাগে। তবে দ্বিতীয় গোলের দেখা পায়নি বাংলাদেশ। উল্টো ৬৬ মিনিটে গোল পরিশোধের দারুণ সুযোগ পেয়েছিল শ্রীলঙ্কাই। বাংলাদেশের গোলরক্ষক শহিদুল ডি বক্সে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করলে পেনাল্টির বাশি বাজান রেফারি। নিশ্চিত গোল হতে পারত। তবে শহিদুলই খলনায়ক থেকে নায়ক। স্পট কিক থেকে নেয়া শট বা প্রান্তে লাফিয়ে প্রতিহত করেন তিনি। ফিরতি বলে হেড করেছিলেন পেনাল্টি কিক নেয়াই সেই খেলোয়াড়। তবে এবার বল তালুবন্দি করে বাংলাদেশকে রক্ষা করেন সেই শহিদুলই।
সব মিলিয়ে ১-০ গোলের জয় আসলেও এদিন বাংলাদেশের খেলা মন জয় করেছে সবার। প্রাপ্ত সুযোগগুলো কাজে লাগাতে পারলে ব্যবধান আরও বাড়তে পারত। তবে যেখানে ড্র হলেই চলত, সেখানে ১-০ গোলের দাপুটে জয়ই বা কম কিসে। Bangladesh(Green)  Vs   Srilanka(Yellow)  4সেমিফাইনালে বাংলাদেশ খেলবে বি গ্রুপ চ্যাম্পিয়নের সঙ্গে। আগামীকাল মঙ্গলবার থাইল্যান্ড খেলবে বাহরাইনের সঙ্গে। এই ম্যাচের পরই নিশ্চিত হবে বি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ। ইতোমধ্যে তিন পয়েন্ট নিয়ে সেমির খেলা নিশ্চিত করেছে থাইল্যান্ড। তবে বাহরাইনের সঙ্গে ন্যুনতম ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হবে থাই শিবিরই। সে ক্ষেত্রে সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ হিসাবে আসবে থাইল্যান্ড। তবে বাহরাইন যদি থাইল্যান্ডকে হারিয়ে দেয়, পাল্টে যাবে চিত্র। সেমিতে বাংলাদেশকে খেলতে হবে তখন বাহরাইনের সঙ্গেই। সেমিতে যেই আসুক, প্রতিপক্ষ বেশ শক্তিশালী, এটা নিয়ে কোন সন্দেহ নাই।
সিলেটে এ গ্রুপের উদ্ধোধনী ম্যাচে মালয়েশিয়ার সঙ্গে ১-০ গোলে হেরেছিল ডি ক্রুইফ শিবির। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে এ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া। আর তিন পয়েন্ট নেয়া বাংলাদেশ রানার্স আপ। বিদাল নিল শ্রীলংকা।