নর্থ আমেরিকা বাংলাদেশ মণিপুরী সোসাইটির উদ্যোগে বৃত্তি প্রদান

SONY DSCনর্থ আমেরিকা বাংলাদেশ মণিপুরী সোসাইটির উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান গত ২৬ ডিসেম্বর শুক্রবার নগরীর শিবগঞ্জস্থ মণিপুরী মন্ডপে অনুষ্ঠিত হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সিনিয়র ইন্সট্রাক্টর কুঞ্জেশ্বর সিংহ, ছোটধামাই সরকারী হাইস্কুলের সিনিয়র শিক্ষক অহৈবম রনজিৎ কুমার সিংহ, স্কলার্স হোম স্কুল এন্ড কলেজের লেকচারার রাজনীশ রতন সিংহ মঙাল, বাংলাদেশ মণিপুরী যুব সমিতির সাধারণ সম্পাদক এম মহেন। বাংলাদেশ মণিপুরী মহিলা সমিতির সভানেত্রী এস রীনা দেবীর সভাপতিত্বে, অসেম বর্ণা এবং ময়েংবম মেমিতার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এইচ কল্যাণ সিংহ, ওয়াই সত্যজিৎ সিংহ, দীলিপ সিংহ, অভিভাবকদের পক্ষ থেকে ব্রজনাথ সিংহ।
সভায় বক্তারা বলেন, শিক্ষা উন্নয়নের চাবিকাঠি। একমাত্র শিক্ষাই পারে দেশ জাতিকে প্রগতির পথে এগিয়ে নিতে। আমেরিকা প্রবাসী ভাইয়েরা সুদূর বিদেশে অবস্থান করলেও তারা চায় এ দেশের উন্নয়ন। সেজন্য তারা কষ্টার্জিত আয় সমাজ জাতির উন্নয়নের জন্য ব্যয় করছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে, সৎ মানুষ হয়ে দেশ-দশের কল্যাণে নিয়োজিত করলেই তাদের এ উদ্যোগ সফল হবে।
অনুষ্ঠানে ৬ জন এইচএসসি ও ১৮ জন এসএসসি শিক্ষার্থীকে নগদ অর্থ, সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন শিবগঞ্জ মীতৈ লৈকায়। বিজ্ঞপ্তি