পুঞ্জিভুত মহাসংকট সমাধানে সম্মিলিত প্রগতিশীল ধারায় একটি গণ বিস্ফোরন অপরিহার্য্য

১৪ দলীয় জোটের শীর্ষ নেতা নীহারেন্দু হোম চৌধুরী নীহার সজল

Mr.Niharandu-2মশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) জাতীয় পরিষদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য মৌলভীবাজার জেলা কমিটির সাধারন সম্পাদক ১৪ দলীয় জোটের শীর্ষ নেতা নীহারেন্দু হোম চৌধুরী নীহার সজল গতকাল এ প্রতিবেদক এর সাথে একান্ত সাংক্ষাতকারে বিভিন্ন প্রশ্নের প্রেক্ষিতে বলেন- সভ্যতার ক্রমবিকাশের ধারা বাহিকতার ফসল আধুনিক তথ্য প্রযুক্তি আকাশ সংস্কিৃতির যুগে ও রাজনৈতিক সহিৎসতা আদিম যুগের মানুষের জীবন মানকে হার মানিয়েছে মহাসংকট ! দীর্ঘদিনের পুঞ্জিভুত মহাসংকট উত্তরনে আসু সমাধান ঃ বাংলাদেশের শাষন ব্যাবস্থা কিভাবে ছলবে তা ১৯৭১ সালের মুক্তি যুদ্ধের মধ্য দিয়ে নির্ধারিত হয়েছে। ঐ ব্যবস্থাকে সমুন্মত রেখে রাজনৈতিক সদিচ্ছার সংলাপ আবশ্যক। স্থায়ী সমাধান হচ্ছে ঃ পুঞ্জিভুত মহাসংকট সমাধানে সম্মিলিত প্রগতিশীল ধারায় একটি বিবর্তন মুখী গণ বিস্ফোরন অপরিহার্য্য। এতে গণতন্ত ও সুস্থ্য রাজনৈতিক সংস্কিৃতি প্রতিষ্ঠা করা অসম্ভব ব্যাপার নয়। বিজ্ঞপ্তি