নগরী থেকে গণধর্ষণ মামলার আসামী সাদ্দাম গ্রেফতার
সুরমা টাইমস রিপোর্টঃ মঙ্গলবার রাতে নগরীর মেডিকেল রোড এলাকা থেকে গণধর্ষণ মামলার এক আসামী গ্রেফতার করেছে পুলিশ। পুলিশসূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট কোতোয়ালী থানায় একটি গণধর্ষন মামলা হয়েছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের মাধ্যমে ওই মামলার প্রধান আসামী সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার এসআই ফয়েজ উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত আসামীর নাম- সাদ্দাম হোসেন (৩৫)। সে হবিগঞ্জের উত্তরকুল গ্রামের আমির আলীর ছেলে।