বিশ্বজিৎ রায়, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় শিল্পী আক্তার (১৯) নামে এক গৃহবধূ বিষপান পান করে আত্মহত্যা করে। সে উপজেলার ইসলামপুর ইউনিয়নের টিলাগাঁও গ্রামের লোকমান মিয়ার স্ত্রী।
হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে পরিবারিক কলহের জের ধরে শিল্পী আক্তার সবার অজান্তে তার শোবার ঘরে থাকা কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল ভর্তি করেন। শুক্রবার সকাল ৬টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।