গোলাপগঞ্জে বাঘা খালে বাঁধ : ফসলী জমিতে পানিবন্ধীর অভিযোগ

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলার দেওয়র বাঘা খালে বাঁধ দিয়ে ফসলী জমিতে পানিবন্ধীর অভিযোগের প্রতিকার চেয়েছে স্থানীয় অধিবাসী। প্রাপ্ত তথ্যে জানাযায়, উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা, বাউশি ও দিঘলটিকী গ্রামের কৃষি ক্ষেত্র স্থানীয় ভাবে পরিচিত পূর্ববন্দ মাঠ। স্থানীয় অধিবাসীদের অভিযোগ পাশ্ববর্তী পাল পাড়া ও নিশ্চিন্ত গ্রামের কিছু লোক উক্ত মাঠ থেকে প্রবাহিত দেওয় বাঘা খালে মাছ ধরার জন্য ৭/৮টি বাঁধ নির্মাণ করেছে। এতে এলাকার ৩/৪ শত একর ভূমির রোপা আমন ধান প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। ইতি পূর্বে প্রতিকার চেয়ে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর স্থানীয় অধিবাসীগণ আবেদন জানান।
এব্যাপারে গোলাপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মৌরীন করিম জানান, স্থানীয় অধিবাসীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তদন্তে দেখা গেছে সত্যি সত্যি সরকারি খালে বেশ’কটি বাঁধ নির্মিত হয়েছে। এতে অনেক ধানী জমিও নষ্ট হয়েছে। যারা বাঁধ দিয়েছে তাদেরকে মৌখিক ভাবে বাঁধ উঠিয়ে নেয়ার জন্য দু’বার সময় বেঁধে দেয়া হয়েছে। বাঁধ অপসারণ না করায় পরবর্তী পর্যায়ে ব্যবস্থা গ্রহনের জন্য গত ৩০ আগষ্ট ২১ জনের নাম উল্লেখ করে আইননানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে। স্থানীয় অধিবাসী তারেক হোসেন তারা সাপ্তাহিক সুরমা টাইমস্কে জানান দেওয়রবাঘা খালের বাঁধের কারণে আমাদের এলাকার কয়েকশ সাধারণ কৃষক দিশেহারা। তাদের ফসলী ধান তলিয়ে গিয়ে ক্ষতির সম্মুখীন হয়েছে। গতকাল শনিবার ছিল বাঁধ উচ্ছেদের জন্য গোলাপগঞ্জ থানা প্রশাসনের বেঁধে দেয়া শেষ এসময় কিন্তু তারপরও বাঁধগুলো উচ্ছেদ হয়নি। এলাকাবাসী বাঁধ উচ্ছেদের জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।