আম্বরখানার ভেঙ্গে পড়া বিদ্যুতের খুঁটি বসানো হয়েছে, রাতেই আসবে বিদ্যুৎ

সুরমা টাইমস ডেস্কঃ নগরীর আম্বরখানায় ট্রাকের ধাক্কায় ভেঙ্গে পড়া বৈদ্যুতিক খুঁটি সরিয়ে নতুন করে খুঁটি বসানো হয়েছে। বিচ্ছিন্ন হওয়া তিনটি ফিডারের বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে দিনভর কাজ করেছেন বিদ্যুৎ বিভাগের বেশ কয়েকজন নিজস্ব কর্মী। সকাল ১০ টা থেকে কাজ শুরু করে দুপুর ৪ টা পর্যন্ত মোটামুটি কাজ শেষের দিকে। বাকি কাজ শেষ হতে আরো কয়েক ঘণ্টা লেগে যেতে পারে। কাজ শেষ হলেই সন্ধ্যা রাতে বিদ্যুৎ সংযোগ দেয়া হতে পারে বলে জানিয়েছেন বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর প্রকৌশলী মো. আবুল হোসেন। উল্লেখ্য রোববার গভীর রাতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম্বরখানা পয়েন্ট সংলগ্ন রংধনু রেস্টোরেন্টের সামনের একটি বৈদ্যুতিক খোটার সাথে ধাক্কায় লাগে। এতে খুঁটিটি ভেঙ্গে পড়ে ট্রাকের উপরে। এতে ওই এলাকার তিনটি ফিডারের অধীনস্থ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।