জকিগঞ্জে প্রবীণ শিক্ষক মাওলানা ফারুক আহমদের ইন্তেকাল : দাফন সম্পন্ন

জকিগঞ্জ প্রতিনিধিঃ জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের জামুরাইল গ্রামের প্রবীণ শিক্ষক মাওলানা ফারুক আহমদ (৬২) শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট এম.এ.জি.ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৬ মেয়ে সহ আত্মীয় স্বজন, অসংখ্য ছাত্র-ছাত্রী ও শুভাকাংখি রেখে যান। মাওলানা ফারুক আহমদ মৃত্যুর পূর্ব পর্যন্ত জামুরাইল-কামালপুর মদীনাতুল উলুম দারুসসুন্নাহ মাদ্রাসায় শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। এছাড়াও তিনি খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গতকাল শনিবার বেলা ২টায় জামুরাইল জামে মসজিদ প্রাঙ্গনে হাজারো মানুষের উপস্থিতিতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের ছোট ছেলে হাফিজ জাকির আহমদ। জানাজা শেষে তাকে জামুরাইল গোরস্থানে দাফন করা হয়।
জানাজায় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জামেয়া মুহাম্মদিয়া হাড়িকান্দি’র প্রিন্সিপাল আল্লামা শায়খ আব্দুল গণী, শায়খুল হাদীস হাফিজ ফখরুল ইসলাম, সিলেট দরগাহ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী, বিয়ানীবাজার মেওয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আসাদ উদ্দিন, জকিগঞ্জের রঘুরাশী মাদ্রাসার মুহতামীম মাওলানা জাওয়াদুর রহমান, জেলা খেলাফত মজলিসের প্রচার সম্পাদক মাওলানা কাওছার আহমদ চৌধুরী, উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারী মাওলানা আলাউদ্দিন তাপাদার, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হালিম, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ জালাল, খেলাফত মজলিস নেতা মাওলানা কফিলুজ্জামান, আব্দুল মুকিত চৌধুরী, কামাল আহমদ খান, হাফিজ আছলাম উদ্দিন, ছাত্র মজলিস নেতা কামাল উদ্দিন, ইউপি সদস্য আব্দুল আহাদ, সমাজসেবী চেরাগ আলী, উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ আব্দুল করিম, আব্দুল হান্নান, আব্দুল গফুর, ছাত্রলীগ নেতা ও মরহুমের নাতি মোস্তাফিজুর রহমান ও মেহদী হেলাল প্রমূখ।