জাতীয় বাজেটে বৃহত্তর সিলেটের উন্নয়নে সিংহভাগ অর্থ বরাদ্দের জোর দাবী

গতকাল ১১ মে সোমবার বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাপ্তাহিক সভা কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি এডভোকেট আব্দুল খালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীরের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আসন্ন জাতীয় বাজেটে বৃহত্তর সিলেটের উন্নয়নের জন্য সিংহভাগ অর্থ বরাদ্দ প্রদানের সরকারের প্রতি জোর দাবী জানান। সভায় সিলেট-আখাউড়া রেল লাইনকে জরুরী ভিত্তিতে ডবল লাইন স্থাপনের জন্য জোর দাবী জানান। সভায় সিলেট-ঢাকা মহাসড়ককে চার লাইনে সম্প্রসারণ করার জন্য জোর দাবী জানান। সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার জন্য জোর দাবী জানান এবং উক্ত বিষয়ে আসন্ন বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দেরও জোর দাবী জানানো হয়। সভায় হেতিমগঞ্জ-ঢাকা দক্ষিণ-ঝামুটিকি দেওয়ান সড়ক জরুরী ভিত্তিতে সংস্কারের জন্য জোর দাবী জানান।
সভায় বক্তব্য রাখেন এডভোকেট আব্দুল অদুদ, মুক্তিযোদ্ধা মৃনাল চৌধুরী, ডা: হাবিবুর রহমান, নজরুল ইসলাম চুনু, মারিয়ান চৌধুরী, ইকবাল হোসেন আফাজ, আব্দুল মুমিন লাহিন, দেওয়ান মতিউর রহমান, এডভোকেট ছায়েদুর রহমান ছায়াদ, এডভোকেট জয়ন্ত চন্দ্র ধর, ছালাহ উদ্দিন রিমন, নুরুন্নাহার, পারভেজ হাসান সাগর, মুক্তিযোদ্ধা মানিক মিয়া, আসমা বেগম, ফাতেমা বেগম, আব্দুল কাদির সেবুল, সাইফুল আলম, এডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা, শাহেদ আহমদ, বশির উদ্দিন, সাইফুল আলম, সাব্বির আহমদ, এমদাদুল ইসলাম লিটন, জানু বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি