নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার’র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরির্দশন

11উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ গতকাল সোমবার সকালে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাাহ। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত টি এইচও ডাঃ মুছা হাওলাদার, নবীগঞ্জ প্রেসকাবের সভাপতি এটিএম সালাম, সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার,ডাঃ নগেন্দ্র দাশ, ডাঃ সুবর্ণা পোদ্দার, ডাঃ ইফতেখার আহমদ, ডাঃ শাহরিয়ার, ডাঃ সাইফুর রহমান সাগর, বিশিষ্ট ব্যবসায়ী আহমদ ঠাকুর রানাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ভারপ্রাপ্ত টিএইচও কার্যালয়ে অবস্থান করে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের খোঁজখবর নেন নেতৃবৃন্দ। পরে উপজেলা নির্বাহী অফিসার হাসপাতালের আন্তঃ ও বহিঃ বিভাগের বিভিন্ন দপ্তরসহ নব নির্মিত ৫০ শর্য্যার হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন করেন। বিভিন্ন দপ্তর ঘুরে নির্বাহী অফিসার যার যার দায়িত্ব যথাযথ ভাবে পালনসহ রেজিষ্টার এন্টি করার উপর গুরুত্বারোপ করেন। তিনি হাসপাতালের পরিস্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি রোগীদের সঠিক ভাবে সেবা নিশ্চিত করনের বিষয়েও তাগিদ দেন। পরে নব নির্মিত ৫০ শর্য্যার হাসপাতালের নির্মাণ কাজ পরির্দশন কালে নিন্ম মানের জিনিস পত্র যাহাতে ব্যবহার না হয় সেদিকে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, গত রবিবার কয়েকটি পত্রিকায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপ্রেক্ষিতেই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার হাসপাতালের বিভিন্ন সমস্যা সনাক্ত করতে পরিদর্শন করেন বলে প্রাপ্ত সুত্রে জানাগেছে।