উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকে ঃ নবীগঞ্জ ইজমাউল মুসলিমীন নামক নতুন সংগঠনের আত্ম প্রকাশ হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার বিকালে নবীগঞ্জ শহরস্থ অস্থায়ী কার্য্যালয়ে এক পরামর্শ সভা মাওঃ সাইৃদ আহমদের সভাপতিত্বে অনুষ্টিত হয়। উক্ত সভায় সর্ব সম্মতিক্রমে ৫১ সদস্য বিশিষ্ট নবীগঞ্জ ইজমাউল মুসলিমীন নামক সংগঠনের কমিটি গঠন করা হয়। সভাপতি হাফেজ রফিকুল ইসলাম,সহ-সভাপতি হাফেজ মোসাদ্দিক আহমদ মুসা,হাফিজ শাহ এনামুল করিম,সাধারন সম্পাদক হাফিজ ফখরুদ্দিন,সহ-সম্পাদক খলিলুর রহমান,অর্থ সম্পাদক মৌলানা সাইৃদ আহমদ,সহ-অর্থ সম্পাদক শাহ আবুল হোসেন,প্রচার সম্পাদক মোঃ বিলাল আহমদ,সহ-প্রচার সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ।