শ্লোগান হলো আমাদের গ্যাস, আমাদের অধিকার

নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাসের দাবীতে এবার কুয়েত প্রবাসীরা সক্রিয় হয়ে উঠেছেন

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ প্রবাসী অধ্যুষিত নবীগঞ্জের বিবিয়ানার গ্যাস, উপজেলার ঘরে ঘরে সংযোগের দাবীতে এবার কুয়েত প্রবাসীরা ফুসে উঠেছেন। এক দফা এক দাবী নিয়ে সুদূর কুয়েতের আল ফাহিল শহরের জনতা হোটেলে গত ৯ আগষ্ট শনিবার রাত ৯টায় আমাদের গ্যাস, আমাদের অধিকার, এই ¯ে¬াগানকে সামনে রেখে গ্যাস আন্দোলন কমিটি কুয়েত শাখায় এক জরুরী সভা অনুষ্টিত হয়। গ্যাস আন্দোলন কমিটির কুয়েত শাখার আহবায়ক মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিন চৌধুরী বাবলুর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, কুয়েতে বসবাসরত নবীগঞ্জ প্রবাসী গ্যাস আন্দোলন কমিটির নেতৃবৃন্দ। প্রবাসীরা নবীগঞ্জ উপজেলার সর্বস্থরের লোকজনের ন্যায্য দাবী, ঘরে ঘরে গ্যাস সংযোগের জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেন। উলে¬খ, বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র বিবিয়ানার গ্যাস নবীগঞ্জ উপজেলার প্রতিটি ঘরে ঘরে সংযোগের দাবীতে বছরের পর বছর ধরে এলাকাবাসী আন্দোলন ও বিক্ষোভ করে যাচ্ছেন। ইদানিং যুক্তরাজ্য সহ মধ্য প্রাচ্যর বিভিন্ন দেশে নবীগঞ্জের প্রবাসীরা বিভিন্ন ব্যানারে গ্যাসের দাবীতে নবীগঞ্জের আন্দোলন কারীদের সাথে একমত পোষন করে কর্মব্যস্থ থাকা সত্যেও মাঠি ও মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে উত্তাল হয়ে উঠেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, বিভিন্ন অনলাইন মিডিয়া, ইলেকট্রনিক্র মিডিয়া সহ বিভিন্ন পত্র পত্রিকায় উপজেলাবাসীর প্রাণের দাবী গ্যাস সংযোগের জন্য আবারো জনপদ সরগরম হয়ে উটছে।