সুনামগঞ্জ সীমান্তে ওপারের খাঁসিয়াদের গুলিতে এক বাংলাদেশী নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-৮ বর্ডারগার্ড (বিজিবি) ব্যাটালিয়নের দোয়ারাবাজার সীমান্তে ওপারের ভারতীয় খাঁসিয়াদের গুলিতে এক বাংলাদেশী নাগরিক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। নিহতের নাম, হারিছ আলী। তিনি উপজেলার সীমান্তবর্তী বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও গ্রামের বুলু মিয়ার ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও বিজিবির সুত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার বিজিবির বোগলাবাজার বিওপির ওপারে হারিছ আলী আরো কয়েক সহযোগীকে নিয়ে সীমান্তের ওপারে ভারতের মেঘালয় রাজ্যের পুর্ব খাঁসি হিলস্রে লংথাই খাঁসি পল্লীর বাগান থেকে রবিবার বিকেলে সুপারি ও কাঠ আনতে গেলে ওপারের বাগান মালিকের লোকজন তাদেরকে লক্ষ করে বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। এ সময় হারিছ আলী তলপেঠে ও হাতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে হারিছের সাথে থাকা অন্যরা তার লাশ ওপার থেকে এপারে নিয়ে আসে। থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতেদর লাশ এপারে নিয়ে আসার পর বোগলাবাজার বিজিবির ক্যাম্প কমান্ডের খবর পেয়ে লাশ জেলা সদর মর্গে প্রেরণ করা হয়েছে। বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি এ ব্যাপারে বক্তব্য প্রদানে অপারগতা প্রকাশ করে বললেন ব্যাটালিয়নের উর্ধ্বতন অফিসারগণের পক্ষ থেকে এ বিষয়ে কথা না বলার জন্য নিষেধ করা হয়েছে।