কবি মুহিত চৌধুরীকে বিয়ানীবাজার এডুকেশন ট্রাস্ট ইউকের সম্বর্ধনা
সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি কবি মুহিত চৌধুরী বলেছেন,দেশের উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। বিয়ানীবাজার এডুকেশন ট্রাস্ট ইউকে বিয়ানীবাজার তথা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে । প্রবাসীদের এই মহত কর্ম দেশের মানুষ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
৮ সেপ্টেম্বর রাতে বার্মিংহামের ওয়েস্ট ব্রমউইচয়ে বৃটেনের চ্যারিটি রেজি:সংগঠন বিয়ানীবাজার এডুকেশন ট্রাস্ট ইউকে আয়োজিত সম্বর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি বলেন।
বিয়ানীবাজার এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ এ কেএম আসাদুজ্জামান এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ বিলাল বদরুলের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আলহাজ কয়েস আহমদ,সাইফুল ইসলাম হারি, এনাম উদ্দিন, মিসবা উদ্দিন আহমদ, খালেদ আহমদ, কামাল উদ্দিন, রেজাউল হক হিরো, আব্দুল বাছিত, খায়রুল ইসলাম নানু প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন ও সংগঠনের ট্রেজারার মৌলানা সুলতান আহমদ।