বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার মানববন্ধন

1 copyবাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির কর্মসূচির আলোকে “কুখ্যাত কালো আইন শত্রু (অর্পিত) সম্পত্তি আইনের ৫০ বছর” ‘সংখ্যালঘুদের ভিটে-মাটি থেকৈ উচ্ছেদ ও হয়রানির অবসান হবে কবে’ শীর্ষক মানববন্ধন কর্মসূচি গতকাল বিকাল ৩ টায় স্থানীয় কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হয়। এক্য পরিষদ জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান জেলা শাখার সভাপতি শ্রী বিরাজ মাধব চক্রবর্তী মানস। অনুষ্ঠানে বক্তরা অর্পিত সম্পাত্তি প্রত্যর্পনে সকল প্রকার আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে অতিসত্ত্বর ভূক্ত ভূগীদের সম্পত্তি প্রত্যপনের ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অসিত ভট্টচার্য্য, মহানগর শাখার সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় ধর ভোলা, কেন্দ্রীয় সহযোগী সম্পাদক মলয় পুরকায়েস্থ, পূজা উদ্যাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি ভট্টাচার্য্য, পূজা পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক এড. বিমান চন্দ্র দাস, যুগ্ম সম্পাদক চন্দন দাস, বাংলাদেশ ছাত্রযুব ঐক্য পরিষদের জেলা সভাপতি এড. রঞ্জন চন্দ্র ঘোষ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এড. বিভাবসু গোস্বামী, নিরুপম চক্রবর্তী শুভ্র, সুষেন্দ্র চন্দ্র নম, রথীন্দ্র দাশ ভক্ত প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন রজত কান্তি গুপ্ত ও প্রদীপ কুমার দে।