যতদিন তরুণ প্রজন্ম ভালো থাকবে ততদিন দেশ ভালো থাকবে

শাহাজাল সিটি কলেজে জাবি কোষাধ্যক্ষ নোমান

rezaসুরমা টাইমস রিপোর্টঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নোমান উর রশীদ বলেছেন, মানুষ হিসেবে জগতে আমাদের অনেক দায়বোধ রয়েছে। সেই দায়বোধ দেশের প্রতি, দেশের মানুষের প্রতি। ৩০ লাখ মানুষ তাদের বুকের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছেন। তাদের আত্বদান আমাদের ভুলে গেলে চলবেনা। দেশ সেবায় আত্বনিয়োগ করতে হবে।

তিনি গতকাল সোমবার শাহজালাল সিটি কলেজের মুক্তমঞ্চে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের ভালো থাকার মধ্যে আমাদের ভালো থাকা, দেশের ভালো থাকা নির্ভও করে। এক সময় তোমরাই দেশের নেতৃত্ব দিবে। তোমরা বেশি বেশি লেখাপড়া করবে,স্বপ্ন দেখবে-স্বপ্নের বাস্তবায়ন ঘটাবে। এর মাধ্যমে তৃপ্তি পাবে। নতুন কিছু করার ক্ষমতা অর্জিত হবে।
শাহজালাল সিটি কলেজের অধ্যক্ষ গোলাম রব্বানীর সভাপতিত্বে ও প্রভাষক অহী আলম রেজার পরিচালনায় বক্তব্য রাখেন মাধ্যমিক ও উ”্চ শিক্ষা সিলেট’র উপ পরিচালক জাহাঙ্গীর কবির অঅহমদ, শাহজালাল সিটি কলেজের প্রতিষ্টাতা ও এমএস ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ এনামূল হক সরদার, জৈন্তাপুর সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে মজুমদার। উপস্থিত ছিলেন, শাহজালাল সিটি কলেজের প্রভাষক নাছরিন জাহান, ববি দেব, এনামূল হক চৌধুরী, আবুল হাছান চৌধুরী জাকের, জান্নাতুন ফেরদৌসি, সুজিত দাস, পৃথ্বীরাজ রায়, জেমিমা রহমান, শহিদুল ইসলাম রতন, নিজাম উদ্দিন প্রমুখ।
অনুষ্টানে শাহজালাল সিটি কলেজের শিক্ষার্থী নিশাত তাসনিম, মারুফা ও স্বর্ণা প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।