দরগা গেইটে মোটর সাইকেল চুরির সময় যুবক আটক
সুরমা টাইমস রিপোর্টঃ মোটর সাইকেল চুরির সময় নগরীর দরগা গেইট থেকে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৫টায় তাকে আটক করা হয়। আটককৃত যুবক জুলফুকার আলী দিপু সুনামগঞ্জের জাউয়া বাজারের তখদ্দছ আলীর ছেলে।
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক নূর আলম বলেন- দরগা গেইট থেকে একটি মোটর সাইকেল চুরির সময় দিপুকে হাতে নাতে আটক করা হয়। তার কাছ থেকে দুইসেট চাবি উদ্ধার করা হয়েছে। তিনি জানান- দিপুর গায়ে দুইসেট কাপড় ছিল। ধারণা করা হচ্ছে মোটর সাইকেল চুরির পর কাপড় বদলে সে পালিয়ে যেত।