আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ-এর কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

Anjumanbd-Logoগত ৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩ টায় আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ (বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড) এর ২০১৫ শিক্ষাবর্ষের (১৪৩৬ হিজরী) দেশব্যাপী অনুষ্ঠিত সনদ (সমাপনী বর্ষ), খামিছ (৫ম জামাআত) ও রাবে (৪র্থ জামাআত) কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফল প্রকাশ উপলক্ষে সিলেট মহানগরীর গোটাটিকরস্থ আঞ্জুমান কমপ্লেক্স কেন্দ্রীয় দফতরে পরীক্ষা কমিটির এক সভা আঞ্জুমান সাধারণ সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ক্বারী শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় পরীক্ষা নিয়ন্ত্রক কেন্দ্রীয় পরীক্ষার বিস্তারিত ফলাফল আঞ্জুমান প্রতিষ্ঠাতা সভাপতি শায়খুল কুররা মাওলানা আলী আকবর সিদ্দীক ভানুগাছীর নিকট হস্তান্তর করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ক্বারী জালালুদ্দীন গবিন্দপুরী, মাওলানা ক্বারী হারুনুর রশীদ, মাওলানা ক্বারী ইনাম বিন সিদ্দিক, মাওলানা ক্বারী আবুল হুসাইন শরীফ, মাওলানা ক্বারী ইবাদ বিন সিদ্দিক, হাফিয মাওলানা ক্বারী শামছুল হক, মাওলানা ক্বারী মামুন মাসুম প্রমুখ।
বিগত রমযান মাসে সারাদেশে ১২ শতাধিক ক্বিরাআত প্রশিক্ষণ কেন্দ্রে প্রায় ১ লক্ষ ৫ হাজার ছাত্র-ছাত্রী ইলমুল কিরাআত শিক্ষা গ্রহণ করে। তন্মধ্যে তিনটি ক্লাসে ৮৪৭২ জন ছাত্র-ছাত্রী কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে। সনদ জামাআতে ১১০১ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয় ৯৮৩ জন, অনুপস্থিত ৩১ জন, পাশের হার ৮৯.২৮%। মেধা তালিকায় উত্তীর্ণ হন ৭৩ জন। প্রথম : ক্বারী মুরশিদা আক্তার (৩৭৩), কেন্দ্র : আঞ্জুমান কমপ্লেক্স, গোটাটিকর, সিলেট। দ্বিতীয় : ক্বারী হালিমাতুস সাদিয়া (৬৪২), কেন্দ্র : দারুল উলূম সাবিলুর রাশাদ, পৈলনপুর, তাহিরপুর, সুনামগঞ্জ। তৃতীয় : ক্বারী ফাকিহা আক্তার (৭১৫), কেন্দ্র : জামেয়া শাহ খুররুম মখলিছিয়া মহিলা মাদরাসা, টুকেরবাজার, সিলেট। এছাড়া সনদ জামাআতে মুমতায (স্টারমার্ক) প্রাপ্তদের রোল নং :
যথাক্রমে-১৭, ২৪, ২৩, ৩৬, ১১৮, ১২১, ১৭৪, ১৮৪, ২১৩, ২৩৭, ২৫২, ৩১৩, ৩৩৫, ৩৪২, ৩৭৩, ৩৭৪, ৩৭৬, ৩৮৩, ৩৮৯, ৪০৭, ৪১৩, ৪৫১, ৪৬৪, ৪৬৫, ৪৭১, ৫০৭, ৫১৯, ৫২০, ৫২৪, ৫২৬, ৫৩৬, ৫৭০, ৫৭৬, ৫৭৭, ৫৭৯, ৫৮০, ৫৮১, ৫৮৫, ৫৯২, ৬২০, ৬৩৫, ৬৩৭, ৬৪০, ৬৪১, ৬৪২, ৬৪৭, ৬৪৯, ৬৫০, ৬৭৫, ৬৮৬, ৬৯০, ৬৯৪, ৭১৫, ৭১৬, ৭৩৬, ৭৫৩, ৭৫৫, ৭৬১, ৭৭২, ৭৮২, ৮০৪, ৮৩০, ৮৫৬, ৮৮২, ৮৮৩, ৮৮৬, ৮৮৭, ১০২৮, ১০৩০, ১০৬০, ১০৬৬, ১০৮৮, ১০৮৯।
খামিছ জামাআতে ৩২৪১ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয় ২৪৩৭ জন, অনুপস্থিত ১১০ জন। পাশের হার ৭৫.১৯%। মেধা তালিকায় উত্তীর্ণ হয় ৮০ জন। প্রথম : সুমাইয়া আক্তার (৭৫৭), হযরত আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসা, সুনামগঞ্জ। দ্বিতীয় : ফাইজা আক্তার লুবাবা (১০৪), জামেয়া ফাতেমাতুয যাহরা রা. দয়ামীর, সিলেট। তৃতীয় : মুর্শেদা আক্তার (৭৬০), হযরত আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসা, সুনামগঞ্জ। এছাড়া খামিছ জামাআতে মুমতায (স্টারমার্ক) প্রাপ্তদের রোল যথাক্রমে-
৯৩, ৯৮, ১০৪, ১১৫, ১১৭, ১৪৬, ১৫৯, ২২৪, ৩৯৩, ৪০১, ৪০৩, ৪৬১, ৪৬৪, ৪৭০, ৪৭২, ৪৭৬, ৫৮৩, ৫৯৭, ৬৪৭, ৬৮৫, ৬৮৯, ৭০৩, ৭৫৭, ৭৬০, ৭৬১, ৭৬২, ৭৬৪, ৭৬৫, ৭৯৯, ৮৪৩, ৮৪৬, ৮৪৭, ৮৪৮, ৮৫৫, ৮৯২, ৯৫১, ১০০৯, ১০৭১, ১০৭২, ১০৭৩, ১০৭৪, ১১৮০, ১২৪৭, ১২৭১, ১২৭৯, ১২৯৭, ১৩৬৮, ১৩৯০, ১৪২৫, ১৬৩৮, ১৮৭৩, ১৮৭৪, ১৮৭৬, ১৮৯১, ১৯৩৫, ২০৬০, ২০৬১, ২০৬২, ২০৮৯, ২০৯০, ২০৯৬, ২১০৬, ২২৭০, ২২৭৫, ২২৭৭, ২৩৫১, ২৩৭১, ২৩৯৪, ২৪০৩, ২৪৩৩, ২৪৩৫, ২৪৭৯, ২৫৫৪, ২৬৮৭, ২৭৪২, ৩০৩৮, ৩১৬৫, ৩১৯৩, ৩১৯৬।
রাবে জামাআতে ৪১৩০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয় ৩৩৭০ জন। অনুপস্থিত ১৫৯ জন, পাশের হার ৮১.৭৩%। মেধা তালিকায় উত্তীর্ণ ৩৫৮ জন। প্রথম : বিলাল মাহমুদ ইমরান (২৩৮), সেওতরপাড়া হাফিজিয়া ইসলামিয়া মাদরাসা, ছাতক, সুনামগঞ্জ। দ্বিতীয় : তানজিলা (৬১২), জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া মাদরাসা, বিবাড়ীয়া। তৃতীয় : ফাতিমা জান্নাত উর্মি (২১৮০) দারুল হাদীস মাদরাসাতুল বানাত বাঘা গৌরাবাড়ী, সিলেট।
রাবে জামাতের মুমতায (স্টারমার্ক) প্রাপ্তদের তালিকা উপজেলা ভিত্তিক প্রদত্ত হবে।
বিস্তারিত ফলাফল জানতে ভিজিট করুন www.anjumanbd.org এই ওয়েবসাইটে এবং যোগাযোগ করুন ০১৭১১৪৫৪৪০৪ এই নাম্বারে। এছাড়া শীগগিরই বিস্তারিত ফলাফল নিয়ে গেজেট প্রকাশিত হবে ইনশাআল্লাহ।
ফলাফল সংক্রান্ত কোন অভিযোগ থাকলে বা পুন : নিরীক্ষণ (সানী নযর) করতে হলে পরীক্ষা সমপরিমাণ ফি দাখিল করতঃ সরাসরি কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক বরাবরে আগামী ৩০ যিলহজ্ব এর মধ্যে আবেদন করতে হবে। শাখা কেন্দ্রসমূহ খামিছ ও রাবের ফলাফল/মার্কসীট কেন্দ্রীয় দফতর অথবা সকল পরীক্ষা সেন্টার থেকে সংগ্রহ করতে পারবেন।