হাজী জাহাঙ্গীর আলমের উদ্যোগে গিলাফ বিতরন, দোয়া মাহফিল ও শিরনি বিতরন

Sylhet photoওলিকুল শিরোমনি হযরত শাহজালাল (রহ.) এর ৬৯৬ তম ওরস মোবারক উপলক্ষে গিলাফ ছড়ালেন নগরীর কাজিরবাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী হাজী জাহাঙ্গীর আলম।
সকালে নগরীর কাজিরবাজারে জমায়েত হওয়ার পর দোয়া অনুষ্টিত হয়। এ সময় ভক্ত ও আশেকানদের মধ্যে শিরনি বিতরন করা হয়। সকাল ১০ টার দিকে ওরস উপলক্ষে গিলাফ নিয়ে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শনের পর মাজার এলাকায় যায়। পরে হাজী জাহাঙ্গীর আলম সহ হযরত শাহজালাল (রহ.) ভক্ত ও আশেকানরা মিলে গিলাফ ছড়ান।
এ সময় হাজী জাহাঙ্গীর আলম বলেন, হযরত শাহজালাল (রহ.) সুরমা নদী পাড়ি দিয়েছিলেন শেখঘাট দিয়ে। তার স্মৃতি বিজরিত সুরমা ঘাট ও ওই এলাকায় বিশ্রাম নিয়েছিলেন। তার স্মৃতি রক্ষার দুটি স্থান সংরক্ষন করা হয়। আমরা শেখঘাট ও কাজিরবাজারবাসী প্রতি বছরের ন্যায় এবারও গিলাফ নিয়ে মাজারে যাই। এবং এর আগে দোয়া ও শিরনি বিতরনের আয়োজন করি।