শ্রীকৃষ্ণের ৫২৪১তম জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে ইস্কন সিলেটের কর্মসূচি
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪১তম শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইস্কন সিলেট এ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। (মধ্যরাত্রি নির্জলা উপবাস) কর্মসূচির মধ্যে রয়েছে আজ ৫ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টায় নগর সংকীর্তন শোভাযাত্রা, শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ইস্কন মন্দিরে এসে সমাপ্ত হবে। দুপুর ১২ টায় কৃষ্ণলীলা, বিকাল ৫ টায় আলোচনা সভা, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, রাত ৮ টায় ম্যাগাজিন অনুষ্ঠান, রাত সাড়ে ১০ টায় শ্রী কৃষ্ণের মহা-অভিষেক অনুষ্ঠান ও রাত সাড়ে ১২ টায় অনুকল্প মহাপ্রসাদ বিতরণ। পরদিন ৬ সেপ্টেম্বর রবিবার নন্দোৎসব ও ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল এ.সি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ১১৯তম শুভ আবির্ভাব তিথি উদ্যাপন করা হবে। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে বেলা সাড়ে ১১ টায় প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল এ.সি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অভিষেক অনুষ্ঠান, দুপুর সাড়ে ১২ টায় শ্রীল প্রভুপাদের মহিমা কীর্তন ও অফারিং লেটার পাঠ, দুপুর ২ টায় মহাপ্রসাদ বিতরণ, বিকাল ৪ টায় বৈদিক চলচ্চিত্র আচার্য ও রাত সাড়ে ৮ টায় ম্যাগাজিন অনুষ্ঠান।
মহোৎসবে সর্বস্থরের ভক্তবৃন্দদেরকে স্বতঃস্ফুর্ত ভাবে উপস্থিত থাকার জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন সিলেট’র অধ্যক্ষ শ্রীপাদ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি