মাধবপুর কৃষ্ণ গোসাই মন্দিরে হামলায় নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবী

নবীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহড়া ইউনিয়নের কৃষ্ণগোসাই মন্দিরে সন্ত্রীদের হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নবীগহ্জ উপজেরা শাখার নেতৃবৃন্দ। নিন্দা জ্ঞাপনকারীরা হলেন,সংগঠনের সভাপতি এডবোকেট রাজীব কুমার দে তাপস,সহ-সভাপতি অশোক তরু দাশ,সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,যুগ্ম সাধারন সম্পাদক পবিত্র বনিক,অমলেন্দু সুত্রধর,পিন্টু চন্দ্র রায়,সাংগঠনিক সম্পাদক প্রভাষক জন্টু চন্দ্র রায়,অর্থ সম্পাদক হিমাংশু শেখর রায়,মহাজোট নেতা রঙ্গ লাল রায়,মৃদুল কান্তি রায়,বকুল চক্রবর্তী,জ্যোতিষ সরকার,পৃথ্বিশ চক্রবর্তী,সলিল বরন দাশ,সজল চন্দ্র গোপ,লিপ্টু তালুকদার প্রমূখ। এ ছাড়া ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। সংবাদপত্রে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধÑখ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মিহির কুমার রায় মিন্টু, সহ-সভাপতি সুখেন্দু পুরকায়াস্থ,এডঃ সুষেন্দ্র দাশ,সাধারন সম্পাদক কালীপদ ভট্রাচার্য্য, যুগ্ম সাধারন সম্পাদক ও জাতীয় হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,সহ-সাধারন সম্পাদক পবিত্র বনিক,সাংগঠনিক সম্পাদক সলিল বরন দাশ,অর্থ সম্পাদক নিতেশ চন্দ্র রায়,মুক্তিযোদ্ধা গৌরদাশ রায়,সাধন চ›ন্দ্র দাশ,শিক রাখাল চন্দ্র দাশ,নিতেশ রায়,গৌরমনি সরকার,পিন্টু চন্দ্র রায়,গুরু পদ দাশ ময়না,পৃথ্বিশ চক্রবর্তী,সজল কুমার দাশ,বিপুল চক্রবর্তী,সুশিতল রায়,সুধীর চন্দ্র রায় প্রমূখ।। নিন্দা জ্ঞাপনকারীরা বলেন,ঘটনার সাথে জড়িতদের অবিলম্ভে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।