রাজনীতির নামে মানুষ হত্যা জ্বালাও পোড়াও করা যাবে না

নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নে আইন শৃঙ্খলা সভায়- পুলিশ সুপার

Pic Mettingউত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকেঃ হবিগঞ্জ জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন সব দলেরই শান্তি পূর্ণ রাজনৈতিক কর্মসূচী পালন করার অধিকার রয়েছে। কিন্তু রাজনীতির নামে মানুষ হত্যা জ্বালাও পোড়াও করা যাবে না। রাজনীতি হতে হবে মানুষের জন্য । মানুষকে ব্যবহার করে রাজনীতি করা যাবে না। নেতা হয়ে ঘরে বসে নির্দেশ দিয়ে সহিংসতা ঘটিয়ে এর দায় এড়াতে পারবেন না। অবশ্যই নেতাদেরকে এর দায় দ্বায়িত্ব নিতে হবে। তিনি গতকাল বিকালে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
গজনাইপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপের সভাপতিত্বে ও সাংবাদিক এম.এ.মুহিতের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল। এছাড়াও বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা সেনেটারী ইন্সপেক্টর নূরে আলম ছিদ্দিকী, দিনারপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্য তনুজ রায়, বিএনপি নেতা শাহ গোলাম ইজদানী শামীম, ইউপি আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী মাহমুদ মিয়া, ইউপি সদস্য যুবলীগ নেতা জমসেদ আলী, আজমল হোসেন, দিলাওর আলী, আব্দুর রশীদ, ইউপি ছাত্রলীগ সভাপতি আবুল হোসেন লাল প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমান, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী, গোপলার বাজার তদন্ত্র কেন্দ্রের ইনচার্জ আরিফ উল্লাহ, ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম, ইউ পি সদস্য যুবদল নেতা শাহ মুস্তাকিম, ইউপি সদস্য যুবদল নেতা আলফাজ মোঃ আনফাল, সাবেক ইউপি সদস্য জাহেদ আহমদ, যুবলীগ নেতা শামীম আহমদ, রুহেল আহমদ প্রমূখ।