নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের হরিধরপুর গ্রামে পলী বিদ্যুতের বকেয়া বিল আদায় করতে গিয়ে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করায় ৩ লাইনম্যানকে বেদড়কভাবে মারপিঠ করেছে এক প্রভাবশালী ব্যক্তি। পরে তাদের গ্রামের লোকজন উদ্ধার করে প্রাইভেটভাবে চিকিৎসা দিয়েছেন। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ পল্লী বিদ্যুতের ৩ লাইনম্যান মিজানুর রহমান, নিমাই চক্রবর্তী ও মোজাফফর আলী বকেয়া বিল পরিশোধের তাগাদা দেওয়ার জন্য হরিধরপুর গ্রামে যায়। এ সময় গ্রামের বাহার মিয়ার বাড়ীতে ও তাহির মিয়ার বাড়ীতে কয়েক মাসের বিল বকেয়া থাকায় লাইনম্যানরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে গ্রামের ভিতরে অন্যান্য বাড়ীতে বকেয়া বিল পরিশোধের জন্য তাগাদা দেয়। পথিমধ্যে একই গ্রামের ছাদেক মিয়ার পুত্র প্রভাবশালী ইউসুফ মিয়া লাইনম্যানদের আটক করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কারণ জানতে চায়। কথাকাটির এক পর্যায়ে তাদের উপর চরাও হয়ে বেদড়কভাবে মারপিঠ করে। এ সময় তার সহযোগি একই গ্রামের আরো ২/৩ জন মিলে তাদেরকে মারপিঠ করা হয়। তাদের আত্মচিৎকারে গ্রামের লোকজন এসে তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এব্যাপারে নবীগঞ্জ পলী বিদ্যুতের ডিজিএম ভজন কুমার বর্মন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমাদের লোকজন বকেয়া বিল পরিশোধের জন্য উক্ত এলাকায় গেলে তাদের উপর আক্রমন করা। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উল্লেখ্য হামলাকারী ইউসুফের বিরুদ্ধে থানায় ও কোর্টে অপহরণ দাঙ্গাসহ একাদিক মামলা রয়েছে।