শহীদ সুলেমান স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ
ছাত্রছাত্রীদের ইংরেজী শিক্ষায় পারদর্শী হতে হবে
————–ড. কবির চৌধুরী
বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. কবির চৌধুরী বলেছেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে ছাত্রছাত্রীদের অবশ্যই ইংরেজী শিক্ষায় পারদর্শী হতে হবে। এ বৃত্তি পরীক্ষা ছাত্রছাত্রীদের মেধা যাচাইয়ে বলিষ্ঠ ভূমিকা রাখবে।
গতকাল ২৭ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে সিলেট পলিটেকনিক্যাল ইনষ্টিটিউটের মিলনায়তনে সিলেটের দক্ষিণ সুরমার জাতীয় শিশু-কিশোর সংগঠন আনন্দ খেলাঘর আসর আয়োজিত বীর মুক্তিযোদ্ধা শহীদ সুলেমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
পরীক্ষা নিয়ন্ত্রক আফজল আহমদ আফতাব এর সভাপতিত্বে ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সফির আহমদ কামাল এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো: আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক তাজুল ইসলাম বাঙালি, খেলাঘর সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক অরূপ শ্যাম বাপ্পী, শহীদ সুলেমানের ছোট ভাই মো: বুরহান হোসেন, সৈয়দ কুতুব জালাল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল করিম।
স্বাগত বক্তব্য রাখেন শহীদ সুলেমান স্মৃতি বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সচিব প্রকৌশলী মঈন উদ্দিন খোকন। এছাড়া আরও বক্তব্য রাখেন আনন্দ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ওয়েছ, শিক্ষক জি.এম. আওছাফুর রহমান খালিদ, বিদ্যুৎ পুরকায়স্থ, ফটো সাংবাদিক সাহেদ আহমদ শান্ত, শিশু সংগঠক মুনিম আহমদ, বিজয় সজিব, রিয়াদ আখন্দ, সাকিব মিজি, জাবেদ আহমদ, সীমা মল্লিক, মাসুদ রানা, মঈনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে সাবিলা জান্নাত নৌশীন।