নবীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

pic-2উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপেজলা প্রশাসনের আয়োজনে ও প্রাথমিক শিক্ষা অফিসের সার্বিক সহযোগীতায় গতকাল সোমবার দুপুরে নবীগঞ্জ পৌর এলাকার গন্ধা মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। উপচে পড়া দর্শকের উপস্থিতিতে বঙ্গবন্ধু গ্রুপে ১২৫ নং রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ২-১ গোলে করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলার চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। অপর দিকে বঙ্গমাতা গ্রুপে ৮ নং রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে মান্দারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলার চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ মিলু, প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দীপতেন্দু নারায়ন রায়, সাবেক সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, প্রেসকøাবের সাধারন সম্পাদক সরওয়ার শিকদার, সাবেক সাধারন সম্পাদক এম এ আহমদ আজাদ। উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক রুবেল মিয়ার পরিচালনায় এতে অন্যানন্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা কর্মকর্তা জমসেদুর রহমান, খোরশেদ আলম, আরিছ মিয়া, সায়মা সুলতানা, শিক্ষিকা শাহীনুর আক্তার পান্না, রাহেলা খানম, সাংবাদিক মতিউর রহমান, শিক্ষক সুবিনয় দাশ, সঞ্জয় দাশ, পিন্টু রায়, অশেষ দাশ, তোফাজ্জুল হক, আঃ মজিদ, পলাশ দাশ, লিটন দেবনাথ, মাহবুবুর রহমান, সজল দাশ, বিশ্ব জিৎ দেব, লোমেশ রঞ্জন দাশ, মিছবাহ বেগম, লিটন কান্তি দাশ মিঠু, লাভলী রায় প্রমুখ। উক্ত খেলায় রেফারি ছিলেন, কাউন্সিলর মিজানুর রহমান ও আব্দুল আলীম। খেলায় মোট ২৮টি টিম অংশ নেয় এর মধ্যে ১৪টিম ছেলে ও ১৪টিম মেয়ে।