প্রথমবারের মত পুরুষদের ক্রিকেট ম্যাচে আসছেন নারী আম্পায়ার

59273স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচটিতেই প্রথমবারের মত আম্পায়ারিং করবেন একজন নারী আম্পায়ার। সামনের মাসে ভারতে শুরু হতে যাওয়া বিশ্ব টি-টোয়েন্টি আসরে আম্পায়ারিং এর মাধ্যমে প্রথমবারের মত পুরুষদের ম্যাচে মাঠে নামছেন দুইজন নারী আম্পায়ার। চেন্নাইতে ১৬ই মার্চে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচটিতে ভারতের অনিল চৌধুরির সঙ্গে আম্পায়ারিং করবেন নিউ জিল্যান্ডের ক্যাথলিন ক্রস।
এর দুদিন পর মোহালিতে নিউ জিল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যে ম্যাচে আম্পায়ারিং করবেন অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক। তার সঙ্গে থাকছেন ভারতের ভিনিত কুলকার্নি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আজ এ কথা নিশ্চিত করেছে। এর আগে ২০১৪ সালে মিস ক্রস মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বে আইসিসির আম্পায়ার প্যানেলে প্রথমবারের মত যুক্ত হন। মার্চে শুরু হতে যাওয়া বিশ্ব টি-টোয়েন্টির ষষ্ঠ আসরে মোট ৩১জন আম্পায়ারের দলে থাকছেন এই দুইজন।