এডভোকেট জুবায়েরকে গ্রেফতারে সিলেট মহানগর বিএনপির নিন্দা
এশার নামাজ পরবর্তী একটি দোয়া মাহফিল থেকে সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ ১০ জন সাধারন মুসল্লীকে অন্যায়ভাবে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ। একই সাথে এডভোকেট জুবায়ের সহ আটককৃত সাধারন মুসল্লী এবং মিথ্যা মামলায় কারান্তরীন বিরোধী রাজনৈতিক দলের সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।
শুক্রবার এক যৌথ বিবৃতিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী ও মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম বলেন- অবৈধ সরকারের জুলুম নিপীড়ন অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। শেষ পর্যন্ত মসজিদ থেকেও বিরোধী নেতাদের গ্রেফতার করা হচ্ছে। যা সিলেটের দীর্ঘদিনের রাজনৈতিক সহমর্মিতার সকল পথকে রুদ্ধ করেছে। অবিলম্বে এডভোকেট জুবায়ের সহ মিথ্যা মামলায় কারান্তরীন বিএনপি অঙ্গসংগঠন ও বিরোধী রাজনৈতিক দলের সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিন। বিজ্ঞপ্তি