মর্নিংবার্ড প্যারামেডিক কলেজে নবীনবরণ

স্বাস্থ্যসেবা হচ্ছে একটি মহৎ ও সেবা মূলক পেশা —ব্রিগেডিয়ার জেনারেল আব্দুস সবুর মিয়া

Photo-20-06-15 copyসিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মোঃ আবদুস সবুর মিয়া বলেছেন, স্বাস্থ্যসেবা হচ্ছে একটি মহৎ ও সেবা মূলক পেশা। এই পেশার মাধ্যমে সমাজকে সুন্দর ও সুশৃংখল করা সম্ভব। তাই এই ধরণের সেবামূলক কাজে আগত শিক্ষার্থীদের মানসিক ভাবে প্রস্তুত হতে হবে। চিকিৎসকের কাছে রোগী হচ্ছেন অতিথি। তাই অতিথির সম্মানে রোগিদের সেবা দিতে হবে। তিনি সাধারণ কেউ হন বা কোন অপরাধীই হন। হাসপাতাল-কিনিকে রোগীদের সেবা নিশ্চিত করা ডাক্তারদের প্রধান কর্তব্য। তিনি গত ১৫ জুন সকালে সিলেট শহরতলীর কুমারগাও বাসষ্ট্যান্ড সংলগ্ন মর্ণিংবার্ড প্যারামেডিক কলেজ ক্যাম্পাসে আয়োজিত কলেজের ৬ষ্ঠ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মার্ণিংবার্ড প্যারামেডিক কলেজ সিলেট’র প্রিন্সিপ্যাল ডাঃ মখলিছউর রহমানের সভাপাতিত্বে অনুষ্ঠঅনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাঃ মামুন পারভেজ, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ বদর আহমদ। পবিত্র কুরআন তেলাওয়াত করেন মর্ণিংবার্ড প্যারামেডিক কলেজের ছাত্র হুসেইন আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাস্টার রহমত উল্লাহ, কলেজের রেজিষ্ট্রার শরিফ আহমদ, সাবেক শিক্ষার্থী আতিকুল ইসলাম, অভিভাবক মোঃ রশিদ আহমদ প্রমুখ। কলেজের ডিপ্লোমা ইন প্যাথলজি বিভাগের শিক্ষার্থী এএইচএম আব্দুল্লাহ এর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন ইংরেজী বিভাগের শিক্ষক মাহমুদুল হাসান শিমুল। বিজ্ঞপ্তি।